বাগেরহাটে ৩৭ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

বাগেরহাটের মোরেলগঞ্জে ৭৫ হাজার মিটির অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় প্রকাশ্যে এ জাল পোড়ানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসাইন, মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, সহকারি মৎস্য কর্মকর্তা শেখ ইয়াকিন আলী কোস্টগার্ডের সহযোগীতায় গত রবি ও সোমবার পানগুছি ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে এসব জাল আটক করেন।

জাল পোড়ানোর সময় মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিত্য রঞ্জন বিশ্বাস, খুলনা বিভাগীয় উপ-পরিচালক রনজিৎ কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।

কোস্টগার্ড মোরেলগঞ্জ কন্টিজেন্ট কমান্ডার মো. ফরিদ আহমেদ জানান, বিভিন্ন ধরণের ৭৫ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে যার স্থানীয় মূল্য প্রায় ৩৭ লাখ টাকা। গত ১লা অক্টোবর থেকে ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হওয়ায় ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার। কিছু জেলে ওই নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে নদীতে মাছ ধরার চেষ্টা করলে এসব জাল আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল

Scroll to Top