বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি তুলার গুদাম ও একটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়েছে। কাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মোরেলগঞ্জ সাবরেষ্ট্রি অফিস সংলগ্ন ওই দোকানগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ও বাগেরহাটের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আগুনে মুসা হাওলাদারের ফার্নিচারের দোকান, লেপ-তোষক ব্যবসায়ী কুদ্দুস তালুকদার তুলার গুদাম ও কামাল খলিফার তুলার গুদাম পুড়ে ছাই হয়েছে। এতে ঘর মালিক রেজাউল করিম খানসহ ওই তিন ব্যবসায়ীর কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, থানার ওসি কেএম আজিজুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘর মালিককে তিন বান্ডিল টিন ও নয় হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন।