কুষ্টিয়ায় ইলিশ ধরার দায়ে ৫ জেলের কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অভিযোগে পাঁচ জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, রোববার রাত ১০টার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার সংবাদ পেয়ে পদ্মা নদীর কুমারখালী অংশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস কারাদণ্ড দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল

Scroll to Top