একটি ম্যাচের মূল্য ৫৫ কোটি টাকা!

সুপ্রিম কোর্টের আদেশে ভারতীয় ক্রিকেটে যতই টালমাটাল অবস্থা হোক না কেন, অর্থের খেলে এখনো আইপিএল সবার শীর্ষে! কারণ একটি আইপিএল ম্যাচের জন্য বিসিসিআই-কে ৫৫ কোটি টাকা দেবে স্টার ইন্ডিয়া। যা ভারতের মাটিতে একটি আন্তর্জাতিক ম্যাচের থেকে ১২ কোটি বেশি।

১৬ হাজার ৩৪৭ কোটি টাকার বিনিময়ে আইপিএল-এ আগামী পাঁচ বছরের আন্তর্জাতিক সত্ত্ব কিনে নিল স্টার নেটওয়ার্ক। অর্থাৎ একাদশ আইপিএল এবার স্টারে। ২০২২ পর্যন্ত টি-২০ এই মেগা ইভেন্ট দেখা যাবে স্টার নেটওয়ার্কে।

আইপিএল-এর জন্মলগ্ন থেকেই ভারতের এই ক্রিকেট কার্নিভাল দেখানো হত সোনি নেটওয়ার্কে। আর হটস্টার আসার পর ইন্টারনেটে আপনি স্টারের এই অ্যাপ ডাউনলোড করলেই আইপিএল-এর লাইভ ম্যাচ দেখতে পারতেন। এবার অবশ্য দশ বছরের সম্পর্কে ছেদ পড়ল। ২০১৮ পর্যন্ত ভারতের মাটিতে সমস্ত আন্তর্জাতিক ম্যাচ দেখানোর সত্ত্ব আগেই ছিল স্টারের হাতে। এবার আগামী পাঁচ বছর আইপিএল-এর টেলিকাস্ট সত্ত্বও দখলে নিল স্টার নেটওয়ার্ক। এর জন্য প্রতি বছর বোর্ডকে তারা দেবে ৩ হাজার ২৭০ কোটি টাকা।

২০১২-২০১৮ পর্যন্ত ভারতের মাটিতে আন্তর্জাতিক ম্যাচের টেলিকাস্ট সত্ত্বের জন্য বোর্ডকে ৩ হাজার ৮৫১ কোটি টাকা দিচ্ছে। এবার তাকেও ছাপিয়ে গেল স্টার।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top