বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জনবল নিয়োগে পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: সিস্টেম অ্যানালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট/প্রোগ্রামার/কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অন্যূন তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়স: ৩০ জুন ২০২৪ তারিখে ৪০ বছর
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)
আবেদন প্রক্রিয়া: পূর্ণ জীবনবৃত্তান্ত (নাম, পিতার নাম, মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা উল্লেখপূর্বক) সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপিসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম, নিজ জেলা উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নাম ও ডাক-ঠিকানা উল্লেখ করে ১০ টাকা মূল্যমানের ডাকটিকিটসহ সাড়ে ৯ বাই সাড়ে ৪ ইঞ্চির ফেরত খাম পাঠাতে হবে। ইতিপূর্বে এই পদে আবেদন করা প্রার্থীদের আবার আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, প্রথম ১২ তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০।