সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ওয়েম্যান পদে স্থায়ী ভিত্তিতে মোট ১ হাজার ৩৮৫ জনকে নিয়োগ দেবে। পদটির জন্য আবেদন করা যাবে ২ মার্চ ২০২৩, বিকাল ৫টা পর্যন্ত।
পদের নাম: ওয়েম্যান
পদসংখ্যা: ১,৩৮৫
গ্রেড: ১৯
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন:
পাবনা, লালমনিরহাট, কুষ্টিয়া ও গাইবান্ধা জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ২৫ জানুয়ারি ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর। কোটায় ৩২ বছর। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলেও আবেদন করা যাবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন সংশোধিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
যেসব কাজ ওয়েম্যানদের করতে হয়
:
ওয়েম্যান এর কাজ রেল লাইনকে সচল রাখা। ওয়েম্যান রেল লাইন তৈরী এবং রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত থাকেন। রেল লাইন পাহারা দেয়ার কাজেও ওয়েম্যানগণ করে থাকে। রেললাইন পরিদর্শন এবং প্রতিটি নাটবল্টু, পাত, ফিশপ্লেট, ক্লিপ-হুক যথাযথ অবস্থানে ঠিক আছে কিনা সহ যাবতীয় চেকিংয়ের কাজ করে।