এইচএসসি পাশে মৎস্য অধিদপ্তর দিচ্ছে অস্থায়ী চাকরি, বেতন ২২৪৯০ টাকা

মৎস্য অধিদপ্তর ২২৪৯০ টাকা বেতনে দিচ্ছে অস্থায়ী চাকরি।
মৎস্য অধিদপ্তর অস্থায়ী ভিত্তিতে তাদের বাস্তবায়নাধীন ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর একটি শূন্য পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘ক্ষেত্র সহকারী’ নামের এ পদে মোট ১৩৪ জনকে নিয়োগ দেবে মৎস্য অধিদপ্তর। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: ক্ষেত্র সহকারী।

পদ সংখ্যা: ১৩৪।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি পাস (বিজ্ঞান বিভাগ), যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে ৪ বছরের মৎস্য কোর্সে উত্তীর্ণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

চাকরির ধরন: অস্থায়ী। প্রকল্প শেষ হলে চাকরি সমাপ্ত হয়ে যাবে।

আবেদনের নিয়মাবলী

নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ২৫ অক্টোবরের মধ্যে- ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, কক্ষ নং-৫১১, মৎস্য ভবন, ১৩ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্মরণী, রমনা, ঢাকা-১০০০ ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদন ফরম মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন