প্রতিবাদের ভাষা যখন দেয়ালে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট ) এ গত ৬ই অক্টোবর আবরার হত্যার পর থেকে প্রতিবাদ আর ক্ষোভে উত্তাল হয়ে ওঠে ছিল। তখন প্রথিবাদের ভাষা ও ক্ষোভ ফুটে ওঠে ক্যাম্পাসের দেয়ালে।আবরার হত্যায় কেঁদেছিল প্রতিটি মায়ের মন কেঁদেছিল প্রতিটি বাবার মন। আবরারের সহপাঠীদের আঁকা এই সব দেয়াল দেয়ালচিত্র দেখে নিন এক নজরে।

১/ আবরার ফাহাদের বাবার এ আকুতির জবাব আছে কি কোনো?

\"\"

১/ মায়ের কাছে ক্ষমাপ্রার্থনা করছে আবরার এর অতৃপ্ত আত্মা।

\"\"

৩/ আবরার ফাহাদের আগে ২০১৩ সালে আরিফ রায়হান দ্বীপ এবং ২০০২ সালে সাবেকুন নাহার সনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নৃশংসতার শিকার হয়ে মারা গিয়েছিলেন। এ গ্রাফিতিতে তাঁদের কথাও উঠে এসেছে।
\"\"

৪/ যে রুমে আবরারকে নৃশংস নির্যাতন করেছিলো তার প্রতিকী চিত্র।

\"\"

৫/ এই গ্রাফিতি টিতে বোঝানো হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থার ধীর গতি।

\"\"

Scroll to Top