দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮ জন এবং ঢাকার বাইরের ১১ জন।
এর আগে রোববার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬ জন। এ নিয়ে চলতি মাসের ২৭ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২০ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৩৭৫ জন। এদের মধ্যে পুরুষ ৮৬৯ জন এবং নারী ৫০৬ জন।