দেশে করোনা শনাক্তের হার আবারও বাড়ছে। রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (১ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত প্রতি ১০০ নমুনায় এই হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৭ শতাংশ। গতকাল যা ৩ দশমিক ৬৭ শতাংশ ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০৪টি। এর মধ্যে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৪৬ হাজার ৩১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৭ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।