ডেঙ্গু: আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৮২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩৪ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮২ জন। এদের মধ্যে ঢাকায় ১৩৫ জন, ঢাকার বাইরে ৫৪৭ জন।

আজ সোমবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষর করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একদিনে হাসপাতালে নতুন রোগীদের নিয়ে বর্তমানে চিকিত্সাধীন দুই হাজার ৬৮৯ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৪ হাজার ৩৮৮ জনে।

গত একদিনে মৃতদের একজন ঢাকা ও একজন ঢাকার বাইরের বাসিন্দা। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছরে এ পর্যন্ত মোট মৃত্যু হলো এক হাজার ৬৩৪ জনের। এদের মধ্যে ঢাকায় ৯৪৫ জন ও ঢাকার বাইরে ৬৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারিতে মৃত্যু হয়েছে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন, নভেম্বরের ২৭৪ জন ও ডিসেম্বরের ৪ দিনে ১২ জনের মৃত্যু হয়েছে।

 

Scroll to Top