সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ১ জনের, আর ঢাকার বাইরে ৩ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১৫৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৭ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৮৬ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৮৭৯ জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৮৫২ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বরেই ৫৮ হাজার ৪৪ জন আক্রান্ত হয়েছেন। আরও এ মাসে ২৮৬ জন মারা গেছেন। ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নারী ৫০৬ জন এবং পুরুষ ৩৭৩ জন। বয়সের হিসাবে ৩১ থেকে ৪০ বছর বয়সীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি, ৯ শতাংশ। তবে বেশি আক্রান্ত হয়েছে ২১ থেকে ৩০ বছর বয়সীরা, ৪৫ শতাংশ।
চলতি বছর ডেঙ্গু সব রেকর্ড ভেঙেছে। ২০০০ সালের পর থেকে গত ২২ বছরে মারা গেছেন ৮৫৩ জন। আর চলতি বছর ৯ মাস না পেরোতেই তা ৮৭৯ জনে পৌঁছেছে।
এ বছর ডেঙ্গু বাড়ার আশঙ্কা আগেই করা হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা এডিস মশার লার্ভা বা শূককীট জরিপ করে। বছরের শুরুতে তারা জানিয়েছিল, এবার লার্ভার পরিমাণ যেকোনো সময়ের বেশি।