ডেঙ্গু পরিস্থিতি: আরও ২১ জনের মৃত্যু, হাসপাতালে ৩০১৫

সংগৃহীত ছবি

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু। এরমধ্যে ১০ জন ঢাকাতে এবং ১১ জন সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) মারা যান। ফলে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৫৮৮ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ২৭৯ জন মারা যান।

অপরদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১৫ জন। এর মধ্যে ঢাকাতে ৮৫৭ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) দুই হাজার ১৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৬৬ হাজার ৬৮০ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১০ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি তিন হাজার ৮১৯ জন। অন্যরা ঢাকার বাইরের বিভিন্ন জেলায় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।