ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে
প্রতীকী ছবি

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৩৯ জন মারা গেলেন।

আজ শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৯ জন ঢাকার ও একজন ঢাকার বাইরের।

একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২০২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১৪৩ জন ও ঢাকার বাইরের এক হাজার ৫৯ জন।

এর আগে শুক্রবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু ও এক হাজার ৫০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৬ হাজার ৪০৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৬ হাজার ৮৪৮ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫৫৯ জন।

চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ২০৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২১ হাজার ৫৬০ জন এবং ঢাকার বাইরের ১৫ হাজার ৬৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।