সাধারণ জ্বরের সঙ্গে ডেঙ্গু জ্বরের তফাত বুঝবেন যেভাবে

সাধারণ জ্বরের সঙ্গে ডেঙ্গু জ্বরের তফাত বুঝবেন যেভাবে
জ্বর - প্রতীকী ছবি

আপাত দৃষ্টিতে দেখলে সাধারণ জ্বরের সঙ্গে ডেঙ্গু জ্বরের খুব বেশি একটা তফাত নেই। শরীরে সাধারণ জ্বর না ডেঙ্গু বাসা বেঁধেছে, তা বুঝে ওঠার আগেই অনেকটা দেরি হয়ে যায়।

এই তথ্য ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে পাওয়া গেছে।

ডেঙ্গু ও সাধারণ জ্বরের কিছু সূক্ষ্ণ তফাত তো আছেই। চিকিৎসকদের মতে, একটু সচেতন হলেই দুই জ্বরকে আলাদা করা খুব কঠিন নয়।

ডেঙ্গু হলে বিভিন্ন গাঁট-সহ শরীর জুড়ে খুব যন্ত্রণা হয়। তাই আগে ডেঙ্গুর প্রচলিত নাম ছিল হাড়ভাঙা জ্বর। সঙ্গে ত্বকের বিভিন্ন অংশ লাল হয়ে প্রদাহ হতে পারে। সাধারণ জ্বরের ক্ষেত্রে সর্দি, গলাব্যথা, শরীরে হালকা ব্যথা, দুর্বলতার মতো উপসর্গ থাকে। তবে ডেঙ্গু রোগীদের জ্বরের তীব্রতা অনেক বেশি হয়। জ্বর আসার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সারা গায়ে লাল লাল ফুসকুড়ি হতে থাকে। এর সঙ্গে গাঁটে গাঁটে যন্ত্রণাও শুরু হয়।

চিকিৎসকদের মতে, ডেঙ্গু জ্বরের প্রধান উপসর্গগুলি চোখে পড়লেই সতর্ক হওয়া প্রয়োজন। জেনে নিন, কোন লক্ষণ দেখলেই সাবধান হতে হবে।

সাধারণ জ্বরের প্রধান উপসর্গগুলি

সাধারণ জ্বরের ক্ষেত্রে সর্দি, গলাব্যথা, শরীরে হালকা ব্যথা, দুর্বলতার মতো উপসর্গ থাকে।

ডেঙ্গু জ্বরের প্রধান উপসর্গগুলি

১) জ্বর, মাথাযন্ত্রণা, হাত-পায়ের সঙ্গে সারা শরীরে ব্যথা। চোখের পিছনে ব্যথা শুরু হয়।

২) বমি ভাব, অরুচি। গাঁটে ব্যথা।

৩) গায়ে র‍্যাশ, চুলকানি, ডায়েরিয়া।

৪) দাঁতের মাড়ি দিয়ে, নাক দিয়ে কিংবা মলদ্বার দিয়ে রক্ত পড়া শুরু হয়।

৫) গলাব্যথা, ঢোক গিলতে কষ্ট।

সংবাদ সূত্রঃ আনন্দবাজার পত্রিকা