শ্যাম্পুর খালি বোতল দিয়ে বাঁচবে শিশুর প্রাণ!

কি করে একটি শেম্পুর বোতল এবং কিছু প্লাস্টিকের নল বাঁচিয়ে দিতে পারে একটি শিশুর জীবন? প্রতি বছর নিউমোনিয়ায় প্রায় ৯ লক্ষ ২০ হাজার ছোট বাচ্চার মৃত্যু হয়। নিউমোনিয়া হলে শিশুদের ফুসফুস প্রয়োজনীয় মাত্রায় অক্সিজেন নেয়া বন্ধ করে দেয়। তাদের তখন নিঃশ্বাসে সাহায্য করতে পারে একটি ভেন্টিলেটর। যার খরচ ১৫ হাজার ডলার। কিন্তু এই বাবল সিপিএপি যন্ত্রের দাম ১.২৫ ডলার।

গবেষণার পর, ড. জোবায়ের চিস্তি এমন একটা জিনিস তৈরি করেছেন যা খুবই কম খরচে হাজার হাজার শিশুর জীবন বাঁচাতে সক্ষম। যন্ত্রের মূল অংশটি হলো শ্যাম্পুর খালি বোতল। এই যন্ত্র ৬০০-র বেশি বাচ্চাকে বাঁচতে সাহায্য করেছে।
\"\"
এই যন্ত্রটির মাদ্ধমে শিশুরা একটি ট্যাঙ্ক থেকে নিঃশ্বাসের জন্য অক্সিজেন গ্রহণ করে এবং প্রশ্বাসের জন্য তাদেরকে একটি টিউব দেয়া হয় যার অপর প্রান্ত একটি বুদবুদ উৎপাদনকারী পানির বোতলে ঢুকানো থাকে। এর কারণ, বুদবুদ থেকে উৎপন্ন চাপ ফুসফুসের ছোট বায়ুকোষ্ঠ গুলো খুলে রাখে।

বাংলাদেশে এই যন্ত্রটি পরীক্ষা করে ৭৫ শতাংশ শিশু মৃত্যু আটকানো সম্ভব হয়েছে।

ড. চিস্তি আশা করছেন, এই যন্ত্র ব্যবহার করে হাজার হাজার শিশুর জীবন বাঁচানো যাবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top