কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও শোক জানিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্যদের কোনো রকম ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।
সোমবার (১৮ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন ট্রুডো। এ সময় দুই প্রধানমন্ত্রীর মধ্যে ২০ মিনিটের মতো ফোনালাপ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, টেলিফোনে আলাপনে দুই প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শেতাঙ্গ উগ্রবাদীর হামলায় চার বাংলাদেশিসহ কমপক্ষে ৫০ জন মারা গেছেন।