রাতে ভোট বাক্স ভর্তির প্রবণতা রোধেই ইভিএম ব্যবহার: সিইসি

ইভিএম ব্যবহার শুরু হলে রাতে ব্যালট বক্স ভর্তি করার সংস্কৃতির পরিবর্তন হবে। রাতে ভোট বাক্স ভর্তির প্রবণতা রোধের জন্যই নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

শুক্রবার নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউট অডিটোরিয়ামে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, \’সবার সহযোগীতায় নির্বাচন সফল হয়। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করতে সহকারী ও রিটার্নিং কর্মকর্তাদের কাজ করতে হবে।

দেশে নির্বাচন পরিচালনা কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে মন্তব্য করে তিনি বলেন, \’অসাধু প্রক্রিয়ার মাধ্যমে রাতে ভোটের বাক্স ভর্তি করার প্রক্রিয়া শুরু হয়েছে। সমাজের মধ্যে একটি করে নতুন অনিয়ম প্রবেশ করছে। শৃঙ্খলা ভঙ্গের শেষ পর্যায় পর্যন্ত চলে গেছি আমরা। তবে, আমি মনে করি ছোটখাট বিষয়ে সেনা বাহিনীর আনা উচিত না।\’

এ সময়, অতীত ও বর্তমানে নির্বাচনের অনিয়ম প্রতিরোধ করার ক্ষমতা নির্বাচন কমিশনের একার নয় বলেও মন্তব্য করেন তিনি।

Scroll to Top