হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার থেকেই তার অসুস্থতার খবরে ছেয়ে আছে সংবাদমাধ্যমগুলো। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় মন্ত্রীর কাছে যেতে পারেননি গণমাধ্যমকর্মীরা। এরমধ্যেই সামাজিক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে অসুস্থ কাদেরের একটি ছবি।
ছবিতে দেখা যায়, বিএসএমএমইউ-এর আইসিইউতে চিকিৎসাধীন ওবায়দুল কাদের চোখ বন্ধ করে শয্যাশায়ী। তার নাকে মুখে নলসহ বিভিন্ন যন্ত্রপাতি লাগানো।
এ ধরনের ছবি প্রকাশিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসকরা। যে ছবিটি তুলেছেন তার কঠোর সমালোচনা করেছেন তারা।
বিএসএমএমইউর চিকিৎসকদের ধারণা, ওবায়দুল কাদেরকে দেখতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অথবা অন্যান্য রাজনীতিবিদদের সঙ্গে আসা লোকজনের মধ্যেই কেউ হয়তো ছবিটি তুলেছেন।
এক চিকিৎসক বলেন, আইসিইউতে রোগী জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকেন। এ অবস্থায় ছবি তোলা তো দূরের কথা, দেখা করতে গেলেও মুখে মাস্ক, পায়ে জুতা ও শরীরে গাউন দিয়ে ঢেকে যেতে হয়। কিন্তু তাকে দেখতে গিয়ে মন্ত্রী, সাংসদ ও রাজনীতিবিদদের অধিকাংশই সংক্রমণের কথা ভাবেননি।
প্রসঙ্গত, রোববার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় ওবায়দুল কাদেরকে।
মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানান, ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটিতে রিং পরানো হয়েছে। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়।
এদিকে, ওবায়দুল কাদেরের উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চার সদস্যের প্রতিনিধি দল। রোববার রাতে ঢাকায় পৌঁছানো এ দলে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন সহকারী ও দুজন নার্স রয়েছেন। রাতেই মুমূর্ষু কাদেরকে দেখতে বিএসএমএমইউতে যান তারা।