বিএসএমএমইউ’তে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জন্য দোয়া করা ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেছেন হাসপাতালটির কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান।
রোববার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে, বুকে ব্যথা অনুভব করলে সকাল সাড়ে সাতটার দিকে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে এনজিওগ্রাম শেষে তাকে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)।
বিএসএমএমইউ-এর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান জানান, ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি ওপেন করা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, উনার যে রক্তনালীটা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল ছিল, আমরা শুধু সেটাই ঠিক করেছি। কিন্তু সেটা বোধহয় পর্যাপ্ত নয়। কারণ তিনটি নালী প্রয়োজন হয়, রক্ত সরবরাহের জন্য। কিন্তু এই মুহূর্তে সেগুলো সারানো যাবে না। সেগুলো ঠিক করতে গেলে আরো বিপদ ঘটবে।
বিএসএমএমইউ-এর এই চিকিৎসক আরো বলেন, একটি নালী ঠিক করার পর উনার শারীরিক পরিস্থিতির অনেকটা উন্নতি ঘটে। কিন্তু এখন অবস্থার উন্নতি হয়, তো তখন অবনতি হয়, এই অবস্থায় চলছে।
অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান বলেন, দেশবাসী আপনারা উনার (ওবায়দুল কাদের) জন্য দোয়া করেন, দোয়া করা ছাড়া উপায় নেই। আমরা চেষ্টা করছি। ২৪-৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল বলা যাচ্ছে না।