উপজেলা নির্বাচন গ্রহণযোগ্য করতে নিরপেক্ষ দায়িত্ব পালনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। এ সময় অনিয়মকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। এ সময় নির্বাচন কমিশনের সচিবসহ অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
কে এম নুরুল হুদা বলেন, \’নিরপেক্ষতার ওপর নির্ভর করছে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন।\’ এ সময় পক্ষপাতিত্ব আচারণ না করে উপজেলা নির্বাচন পরিচালনায় নিরপেক্ষতা ও আইনের ভিত্তিতে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
জাতীয় নির্বাচনের দক্ষতা কাজে লাগিয়ে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে কর্মকর্তাদের আহ্বান জানান সিইসির।
লেটেস্টবিডিনিউজ.কম/কেএস