সংবিধান লঙ্ঘনকারীদের কারণে দেশ বারবার পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রণালয় পরিদশর্নে এমন মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকায় বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। মন্ত্রনালয়ের কর্তাদের আরো বেশী শ্রম দিতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে মন্ত্রণালয়ের সব কাজ পরিকল্পিতভাবে করতে হবে।
জেলা ভিত্তিক ধারণা নিয়ে মূল বাজেট করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। শেখ হাসিনা বলেন, \’সুপেয় পানির নিশ্চয়তা, স্যানিটেশন,রাস্তার উন্নয়ন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।\’
উপজেলা ভিত্তিক মাস্টার প্ল্যান তৈরীর নিদেশনা দ্রুত বাস্তবায়ন করতে হবে বলেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ে পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। এ সময়, সচিবসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান।
লেটেস্টবিডিনিউজ.কম/কেএস