এখনই জামায়াতকে নিষিদ্ধ করা যাচ্ছে না। জামায়াত নিষিদ্ধের বিষয়ে মামলা রয়েছে। আদালতের রায় পেলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নত্তোর পর্বে একথা জানান প্রধানমন্ত্রী।চ
প্রধানমন্ত্রী বলেন, \’জামায়াতকে নিষিদ্ধ করতে ইতিমধ্যে আদালতে মামলা বিচারাধীন আছে। মামলার রায় না হওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারবো না। আমরা আশা করছি আদালতের রায়ের মাধ্যমেই জামায়াত শীঘ্রই নিষিদ্ধ হবে। তবে এটা খুবই ন্যাক্কারজনক যে, জামায়াত নিবন্ধিত না হয়েও বিএনপির সঙ্গে জোট করে ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। আমি বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই যে তারা তাদের ভোট না দিয়ে প্রত্যাখান করেছে।\’
জনগণ মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে কখনোই সমর্থন করে না বলেও জানান শেখ হাসিনা।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ করতে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর করা এক প্রশ্নের জবাবে একথা জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, সেতুর নির্মাণ কাজ অত্যন্ত জটিল হওয়ার কারণে এবং সয়েল কন্ডিশনের কারণে পাইলের ডিজাইন পুনরায় করার কারণে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়েছে। তা সত্ত্বেও ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করতে সব রকমের চেষ্টা অব্যাহত রয়েছে।\’