পুলিশের করা বিভিন্ন মামলা দ্রুত নিষ্পত্তি ও সঠিক নজরদারির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুষ্ঠানে এ আহ্বান জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, \’সরকারের পক্ষ থেকে যে মামলাগুলো করা হয় সময়মতো সেগুলো নিষ্পত্তি করা হয় না। কারণ যারা মামলা পরিচালনা করেন সেখানেও কিন্তু ঘাটতি আছে।\’
বিভিন্ন মামলার বিষয়ে সঠিক নজরদারির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, \’মামলাদায়ের করার পর মামলাটি যেন সঠিকভাবে পরিচালিত হয়ে দ্রুত নিষ্পত্তি হয় সেজন্য বিশেষ উদ্যোগ নেয়া উচিত।\’
মামলা পরিচালনার জন্য একটি টিম থাকা উচিত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, \’মামলাগুলোর কি হলো, মামলাগুলো চললো কি না? কোনও কোনও মামলার ক্ষেত্রে দেখা যায় এফআইআর করে ফেলে রাখা হয়েছে। সেগুলোর চার্জশিট দেয়া, অভিযোগ করা, সাক্ষী নিয়ে আসা এগুলো ঠিকভাবে করা হচ্ছে না।\’
এছাড়া মামলা কোর্টে ওঠার পরেও বছরের পর বছর আটকে থাকে। সেখানে আবার আইনজীবী প্রয়োজন হয়, সরকারের পক্ষ থেকে লোকের প্রয়োজন হয় কাজেই এ বিষয়গুলোর জন্য একটা আলাদা ব্যবস্থা নেয়া দরকার বলে মতামত প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজেদের ভাগ্য উন্নয়নে নয়, সব বাধা বিপত্তি মোকাবিলা করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লেটেস্টবিডিনিউজ.কম/কেএস