মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী

মুসলিম প্রধান দেশগুলোকে আরও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, \’মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ থাকা উচিত। যদি মুসলিম দেশগুলোর মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হয়, তাহলে সংঘাতে না গিয়ে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।\’

বুধবার (১৬ জানুয়ারি) বাংলাদেশে নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফর রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, \’এ সময় প্রধানমন্ত্রী সংঘাতের কারণে মুসলিম দেশগুলোর জনগণকে ভোগান্তি পোহানোর কথা উল্লেখ করেন।\’

দারিদ্র্য বিমোচনে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, \’সরকার দারিদ্র্য কমিয়ে ২১ শতাংশে নামিয়েছে। আগামী দিনগুলোতে আরও ৪/৫ শতাংশ কমিয়ে আনা সরকারের লক্ষ্য। গ্রামকে কেন্দ্র করেই সরকারের উন্নয়ন নীতি চলছে।\’

বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, \’বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে এবং ধর্মীয় উৎসবগুলোতে সবাই অংশগ্রহণ করে।\’

এ সময় ইরানের অর্থনৈতিক অগ্রগতি এবং দেশটির জনগণের সাহসের প্রশংসা করেন নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশে দায়িত্ব পালনকালে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এদিকে সদ্য শেষ হওয়া নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়ের প্রশংসা করেন নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফর।

শেখ হাসিনাকে জ্ঞানী এবং দূরদর্শী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত নাফর বলেন, \’আপনার প্রতি ইরানের জনগণের ভালোবাসা রয়েছে।\’

আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ইরান কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, \’আমরা যুদ্ধবাজ দেশ নই। আমরা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সুসম্পর্ক চাই।\’

প্রধানমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে কারাগারের রোজনামচা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দুটি বই এবং প্রতীকী নৌকা উপহার দেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান, প্রেস সচিব ইহসানুল করিম, সচিব সাজ্জাদুল হাসান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে

Scroll to Top