গাজীপুর, ১৫ জানুয়ারিা (ইউএনবি)- সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামোকে স্বাগত জানিয়ে গাজীপুরে পুরোদমে কর্মস্থলে ফিরেছে পোশাক কারখানার শ্রমিকরা।
রবিবার রাতে শ্রমিকদের মজুরি কাঠামো সমন্বয় করার পরও সোমবার কিছু কিছু এলাকায় শ্রমিকরা কাজে যোগ না সড়কে অবস্থান নেয়ার চেষ্টা চালায়। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরের প্রতিটি পোশাক কারখানায় সময় মতো কাজে যোগ দিতে দেখা গেছে শ্রমিকদের।
গাজীপুর মহানগর ও জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা কাজে যোগ না দেয়ার খবর পাওয়া যায়নি।
এরপরও শিল্প এলাকাগুলোতে বিপুলসংখ্যক শিল্প পুলিশ, জিএমপি পুলিশ, জেলা পুলিশ মোতায়েন রয়েছে।
শ্রমিকদের অনেকেই জানায়, শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তারা আর কোনো ধরনের হাঙ্গামা-ভাঙচুর আন্দোলন এসব কিছুই চান না।
পোশাক শ্রমিক রাহেলা, তানভীর ও মাসুদ মণ্ডল জানান, সরকারের ঘোষিত মজুরিকে স্বাগত জানিয়ে নিরাপদে কাজ করতে চান। আর মাস শেষে এই বেতন কাঠামোর বাস্তবায়ন চায় তরা।
লেটেস্টবিডিনিউজ.কম/কেএস