নতুন এমপিদের শপথ বৃহস্পতিবার

নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী ৩ জানুয়ারি শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। স্পিকার শিরীন শারমীন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে সোমবার এ তথ্য জানান ইনু। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৩ জানুয়ারি সংসদ সদ্যরা শপথ নেবেন। এর আগে গেজেট জারি হবে।’

গত রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩০০টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ২৮৮টি আসনে (আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কাস পার্টি ৩, জাসদ ২, বিকল্পধারা ২, তরিকত ফেডারেশন ১, জেপি ১) বেসরকারিভাবে জয়ী হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিএনপি জোট অর্থাৎ জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র সাতটি (বিএনপি ৫, গণফোরাম ২) আসন। স্বতন্ত্রসহ অন্যান্যরা জয় পেয়েছেন ৩টি আসনে।

লেটেস্টবিডিনিউজ.কম/পিএস  

Scroll to Top