ভয়াবহ বন্যায় ভাসছে চারিপাশ। বাড়িঘর কোনো কিছু্রই আর অস্তিত্ব নেই। এর মধ্যে আবার অসুখে ভুগে মারা গিয়েছে সন্তান। মৃত্যুর শোকের চাইতে বড় চিন্তা সন্তানের সৎকার নিয়ে। কোথায় শেষশয্যা হবে প্রিয় সন্তানের!
জীবনের অন্যতম কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েও কোনো ব্যবস্থাই করতে পারলেন না নিরুপায় বাবা। কোথাও যে নেই সৎকারের জমিটুকুও। অবশেষে বুকে পাথর বেঁধে প্রিয় সন্তানকে ভাসিয়ে দিলেন নদীতেই।
হৃদয়বিদারক এই ঘটনা নেপালের। লাগাতার চলা বৃষ্টিতে ভেসে গিয়েছে বাড়িঘর৷ ছারখার হয়ে গিয়েছে অতিকষ্টের ফসল৷ দুবেলার খাবার তো স্বপ্ন৷ মাথা গোঁজার জায়গা পেতেই মরিয়া বানভাসি মানুষ৷
এই অবস্থার মধ্যেই আবার নেপালের রাজধানী কাঠমান্ডুর পাশেই ধারান এলাকার বাসিন্দা জগদীশের দুই বছর বয়েসী ছেলেটি মারা যায়। কিন্তু সৎকারের জমিটুকুও না পাওয়ায় তিনি বাধ্য হয়েই সন্তানের মৃতদেহ নদীতে ভাসিয়ে দেন।
জানা গেছে, গত প্রায় ১৫ দিন ধরেই বিরামহীন বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে নদীগুলো৷ প্রবল বেগে বন্যার জল ঢুকে পড়েছে লোকালয়ে৷ একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে৷
বাংলাদেশ সময় : ১৩৫৮ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ