নির্দেশনা মেনে উবারের সেবা চালু

রাইড শেয়ারিং অ্যাপ উবার সরকার এবং বিআরটিএর নির্দেশনা অনুযায়ী তাদের সেবা চালু করেছে। বাংলাদেশে উবারের মুখপাত্র গতকাল বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

উবার জানিয়েছে, সরকার এবং বিআরটিএর নির্দেশনা মেনে উবারের সেবা চালু করা হয়েছে। তবে উবারের মোটরসাইকেল সার্ভিসটি চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

গত মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জরুরি বিজ্ঞপ্তিতে বুধবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সব সিটি করপোরেশনের এলাকায় শর্ত সাপেক্ষে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। সরকারের এই বিজ্ঞপ্তির উপর ভিত্তি করেই উবার তাদের সেবা চালু করেছে। উবারের সেবা কেবল সিটি করপোরেশন এলাকাতেই নেওয়া যাবে।

করোনা সংক্রমণ রোধে গণপরিবহন চলাচলে বিধিনিষেধ আরোপের পর রাইড শেয়ারিং অ্যাপ খুলে দেওয়ার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকেরা। গতকালও রাজধানীর মগবাজার, বেইলি রোড, শ্যামলী, এয়ারপোর্ট ও তেজগাঁওয়ে তাদের বিক্ষোভের খবর পাওয়া গেছে।

Scroll to Top