বাংলাদেশের কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় টেকনাফের পুলিশ কর্মকর্তা লিয়াকতসহ বাকি ৮ আসামিকে আদালতে তোলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তাদের পুলিশ হেফাজতে আদালতে তোলা হয়।
এর আগে মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাস আদালতে আত্মসমর্পণ করতে পুলিশি হেফাজতে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজ সকালে চট্টগ্রামের পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসি প্রদীপকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তবে আজ দুপুর পর্যন্ত পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা তাঁকে গ্রেপ্তারের বিষয়ে বক্তব্য দেননি।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমারসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে রাতে টেকনাফ থানায় মামলাটি নথিভুক্ত হয়। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্তভার র্যাবকে দেন আদালত।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে তিনি নিহত হন।