বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এবার চাল সহায়তা দিয়েছে চীন। রোহিঙ্গাদের জন্য তিন দফায় ১৩১৮ মেট্রিক টন চাল দিয়েছে দেশটি। আজ রোববার (৫ জুলাই) ঢাকাস্থ চীনা দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চীনা দূতাবাস জানায়, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য তিন দফায় ১৩১৮ মেট্রিক টন চাল সহায়তা দিয়েছে চীন। রোহিঙ্গাদের জন্য মানবিক সহয়তা হিসেবে বাংলাদেশ সরকারের মাধ্যমে চীনের দেয়া এই চালের মধ্যে ইতোমধ্যেই ৭০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। বাকি ৬১৮ মেট্রিক টন চাল শিগগিরই বিতরণ করা হবে।
আগামীতে আরও দুই দফায় রোহিঙ্গাদের জন্য ১২৩৬ মেট্রিক টন চাল দেবে চীন। করোনাভাইরাসের প্রেক্ষিতে রোহিঙ্গাদের সহায়তার মাধ্যমে বাংলাদেশ সরকারের পাশে দাঁড়িয়েছে চীন সরকার।