ঢাক-সিলেট পুরাতন মহাসড়কে টানা তিন দিনের প্রবল বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভাঙন ধরেছে। চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগান থেকে সাথছড়ি জাতীয় উদ্যান পর্যন্ত কয়েকটি স্থানে এ ভাঙন দেখা গেছে। ছোট বড় ৫টি ব্রিজ হুমকির মুখে পড়েছে এই ভাঙনে।
বৃহস্পতিবার রাত থেকে টানা তিন দিন উপজেলায় প্রবল বর্ষণে চা বাগান ও পাহাড়ি ছড়ার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়। ছড়ার পানির প্রবল স্রোতে চন্ডিছড়া চা বাগান থেকে সাতছড়ি জাতীয় উদ্যান পর্যন্ত মহাসড়কের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
শনিবার সরজমিনে দেখা গেছে, বর্ষণ বৃদ্ধি পেলে মহাসড়কের আরো কয়েকটি স্থানে ভাঙন দেখা দিবে। বন্ধ হয়ে যেতে পারে পুরাতন মহাসড়কের যান চলাচল।
চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর মহাসড়কের ভাঙনস্থল পরির্দশন করেছেন। জরুরীভাবে মহাসড়ক রক্ষনাবেক্ষন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের তিনি জানান।