করোনার বিরুদ্ধে বড় হাতিয়ার মাস্ক: ডা. নাসিমা

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা মন্তব্য করে বলেন, মাস্ক পরিধান করা করোনাভাইরাসের বিরুদ্ধে ‘বড় হাতিয়ার’। আজ বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান। নাসিমা সুলতানা বলেন, অজ্ঞান, প্রতিবন্ধী ও দুই বছরের নিচে শিশু- এ তিন শ্রেণির মানুষ বাদে সবাইকে মাস্ক পরতে হবে। মনে রাখতে হবে, মাস্কই করোনার বিরুদ্ধে লড়াইয়ের ‘বড় হাতিয়ার’।

তিনি বলেন, আমাদের বাসায় থাকা বয়োজ্যেষ্ঠদের কাছে যাওয়ার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলো হলো, বাইরে থেকে আসার পর অবশ্যই তাদের সামনে মাস্ক পড়ে যেতে হবে। সে সঙ্গে বার বার সাবান দিয়ে হাত ধুয়ে যেতে হবে। ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৮৮টি। এরমধ্যে পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৪টি। সবমিলিয়ে পরীক্ষা হয়েছে তিন লাখ ৫৮ হাজার ৮৭৭টি।

নিয়মিত বুলেটিনে তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৪২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৩৫ জন, আর সুস্থ হয়েছেন ৫৭১ জন।

আর এখন পর‌্যন্ত সবমিলে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৬৩ জনে। যা পরীক্ষার ১৯ দশমিক ৯ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় ৩৫ জনসহ মোট মারা গেছেন ৭৮১ জন। যা শনাক্তের ১ দশমিক ৩৬ শতাংশ। সুস্থ হয়েছেন ৫৭১ জন, মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন। যা আক্রান্তের ২১ দশমিক ১৩ শতাংশ।

Scroll to Top