করোনা: বন্ধই থাকছে রাইড শেয়ারিং

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে গণপরিবহনের পাশাপাশি রাইড শেয়ারিং সেবা বন্ধ রাখা হয়। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তসাপেক্ষে সোমবার (০১ জুন) থেকে গণপরিবহন চালুর অনুুুুমতি মিললেও বন্ধই থাকছে রাইড শেয়ারিং পরিষেবা।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পাঠাও, উবার ও সহজের মতো রাইড শেয়ারিং কোম্পানিগুলোকে তাদের কার্যক্রম স্থগিত রাখতে বলেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএ-এর পক্ষ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, যাত্রী পরিবহন-সংক্রান্ত যাবতীয় অ্যাপের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধি বলবৎ থাকবে। শনিবার সন্ধ্যায় যথাযথ কর্তৃপক্ষের কাছে এই নির্দেশনা পাঠিয়ে দিয়েছে বিআরটিএ।

Scroll to Top