দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩২৮ জনের। দেশের ৪২টি ল্যাবের পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৩ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৮ জনে।
আজ রবিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
দেশে এখন ৪২টি ল্যাবে করোনা শনাক্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন এর মধ্যে ঢাকার মধ্যে ২১টি ও ঢাকার বাইরের ২১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে। সর্বশেষ ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ এ তালিকায় যুক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে আট হাজার ৫৭৪টি। পরীক্ষা করা হয়েছে আট হাজার ১১৪টি। মোট পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪০৮টি।
গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৪ জনের। এদের মধ্যে পুরুষ ১৩ জন, নারী এক জন। মৃত্যু ১৪ জনে মধ্যে ঢাকা বিভাগের ৯ জন ও চট্টগ্রাম বিভাগের পাঁচজন।