মহামারি করোনায় ২১৭ জন পুলিশ সদস্য আক্রান্ত

করোনাভাইরাসে এখন পর্যন্ত ২১৭ জন পুলিশ সদস্য সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে গত একদিনে সংক্রমিত হয়েছেন ২১ জন। আজ বুধবার পুলিশ সদর দপ্তরের একটি সূত্র গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছে।

জানা যায়, দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জন পুলিশ সদস্য কোভিড-১৯ রোগে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২১৭ জন পুলিশ সদস্য ভাইরাসটিতে সংক্রমিত হলেন।

আজ এক ভিডিও বার্তায় বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি বেনজীর আহমেদ বলেন, নিজেদের সুরক্ষিত রেখে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। সেজন্য ইতোমধ্যে বিভিন্ন ইউনিটকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। এ কাজে কোনো ছাড় দেয়া যাবে না। নয়তো সংক্রমণের ঝুঁকি থেকে যায়।

এ ছাড়া সব পুলিশ সদস্যের জন্য ভিটামিন সি, ডি এবং জিংক ট্যাবলেট কেনা হচ্ছে। শিগগিরই সেগুলো বিভিন্ন ইউনিটে পাঠিয়ে দেয়া হবে বলে জানান পুলিশের নতুন এই মহাপরিদর্শক।

এর আগে সম্প্রতি পুলিশের বিদায়ী মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছিলেন, মহামারি করোনাভাইরাসের মোকাবেলায় কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। সেই কথারই যেন প্রতিফলন এখন মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে।

এদিকে দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে মরণঘাতী করোনাভাইরাসে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২০ জন। এ ছাড়া একই সময়ে দেশে আরো ৩৯০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। ফলে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ৭৭২ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৯২ জন সুস্থ হলেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে ১৮ মাচ।

Scroll to Top