দেশে ব্যাপক ভাবে ছরিয়ে পড়েছে করনা আতঙ্ক। দেশে যে তিন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের অবস্থা স্থিতিশীল। তাঁরা একটি হাসপাতালের ‘আইসোলেশন’ ইউনিটে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা। তিনি আইইডিসিআরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।
মীরজাদী সেব্রিনা বলেন, ওই তিনজন ছাড়া আরও আটজন আইসোলেশনে আছেন।
গত রোববার বিকেলে দেশে করোনাভাইরাসে তিনজন শনাক্ত হওয়ার ঘোষণা দেয় আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তখন বলা হয়, এই তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাঁদের কাছে থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ আইইডিসিআর পরিচালক বলেন, ইতালি থেকে আসা প্রবাসী বাঙালিদের কাছাকাছি এসেছেন—এমন চারজনকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এ ছাড়া বিদেশ থেকে আসা আরও বেশ কিছু ব্যক্তিকে বাড়িতে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে। তবে কতজনকে বাড়িতে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে, সে সংখ্যা তিনি জানাননি।
মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় সাতজনের নাক-মুখের লালা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কেউ আক্রান্ত হয়নি।