রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে ২২টি বিলাসবহুল গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, গতকাল গুলশান-২-এর বিলাসবহুল গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান অভি ট্রেডিংয়ে ভ্যাট ও শুল্ক ফাঁকির দায়ে অভিযান চালিয়ে রেঞ্জ রোভারসহ ২২টি গাড়ি আটক করা হয়।
আটক হওয়া এসব গাড়ির দাম অর্ধশত কোটি টাকা হতে পারে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বলেন, আটক গাড়িগুলোর কাগজপত্র জব্দ করে অভি ট্রেডিংয়ের জিম্মায় দেওয়া হয়েছে।
এসব গাড়ি আমিন বাজারে অভি ট্রেডিংয়ের ঠিকানায় আমদানি করে গুলশানে বিক্রি করা হয়। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।