পিয়াজের দাম দিন দিন বেড়েই চলেছে। মিয়ানমার ও মিশর থেকে আমদানিকৃত পিয়াজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে খরচ হয় ৪২-৪৫ টাকা। অথচ সে পিয়াজই কয়েক হাত ঘুরে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০-২৩০ টাকা দরে। এক্ষেত্রে আড়তদারদের সিন্ডিকেটকে দুষছেন আমদানিকারকরা।
আমদানিকারকরা বলছেন, মিয়ানমারের পিয়াজ চট্টগ্রামসহ সারা দেশে তারা সরবরাহ করছেন মাত্র ৪২ থেকে ৪৫টাকা কেজি ধরে।
ক্রেতারা বলছেন, প্রশাসনের নজরদারির অভাবেই ৪৫ টাকা দরে কেনা মিয়ানমারের পিয়াজ খুঁচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজি দরে। এতে ক্ষুব্ধ তারা। সিন্ডিকেটের কারণে পিয়াজের বাড়তি দাম রাখা হচ্ছে বলে দাবি তাদের।
এদিকে, পিয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও পাইকাররা বলছেন, পিয়াজের সংকট। তাদের দাবি, পিয়াজ দরকার ১০০ গাড়ি। সেখানে আসতেছে ১০ গাড়ি। তাও আবার সারা দেশে ভাগ হয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত একমাসে চট্টগ্রাম বন্দর দিয়ে পিয়াজ আমদানি করা হয়েছে সাড়ে ১১০ মেট্রিক টন।