বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির সময় আপিল বিভাগে সৃষ্ট ‘ঘটনার’ জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার বিকেলে গুলশানের নিজ কার্যালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে অপমান বা অবমাননা করতে দেবেন না। জনগণকে নিরাপত্তার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা এবং বিশৃঙ্খলা বন্ধ করা সরকারের দায়িত্ব। যারা এরূপ আচরণ করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকার বাধ্য হবে।
আনিসুল হক বলেন, বিএনপির এই কর্মকাণ্ডে প্রতীয়মান হয় যে আইনের শাসনের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর তাদের কোনো আনুগত্য নেই এবং দেশের কোনো প্রতিষ্ঠান বিএনপির কাছে নিরাপদ নয়।
খালেদা জিয়ার জামিন শুনানির পরবর্তী তারিখ ১২ ডিসেম্বর ধার্য করায় আদালতে হট্টগোল করেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাঁরা আদালতকক্ষে স্লোগানও দেন। একপর্যায়ে প্রধান বিচারপতি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এজলাস ছেড়ে চলে যান।