দরিদ্র জনগণকে এগিয়ে নিতে পারলে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে জানিয়েছেন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। দরিদ্রতা নির্মূলের পাশাপাশি অসমতা দূর করে সমতার ভিত্তিতে সমাজ গড়ে তুলতে পারলেই টেকসই উন্নয়ন দৃশ্যমান হবে। দরিদ্র জনগোষ্ঠীর আয় তুলনামূলকভাবে দ্রুতগতিতে বাড়ানোর পদক্ষেপ নিয়ে বংশানুক্রমিক দারিদ্র্য চক্র ভাঙতে হবে।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার হলে বুধবার ‘বাংলাদেশ সোশ্যাল সিকিউরিটি কনফারেন্স অ্যান্ড নলেজ ফেয়ার ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্পিকার আরও বলেন, পিছিয়ে পড়া বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে হবে। তাদেরকে সামর্থ্যবান হিসেবে গড়ে তুলতে হবে। এতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও জেনারেল ইকোনমিক ডিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম। স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ মুজিবুর রহমান।
ধন্যবাদ জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয়) ড. শাহনাজ আরেফীন। এছাড়া আলোচনায় অংশ নেন আইএলও’র কান্ট্রি ডিরেক্টর, ইউনিসেফ’র কান্ট্রি প্রতিনিধি, ডিএফআইডি’র কান্ট্রি প্রতিনিধি, ইউএনডিপি আবাসিক প্রতিনিধি।