তিন বিভাগের ২৬ জেলার পেট্রোল পাম্পের ধর্মঘট আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)- এর সঙ্গে পেট্রোল পাম্প মালিকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো কমিশন বৃদ্ধি, মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ ও লাইসেন্স জটিলতার সমাধানসহ ১৫ দফা দাবিতে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের সব পেট্রোল পাম্প ও তেলের ডিপোতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়।
এর ফলে দেশের তিন বিভাগে পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেল বিক্রি বন্ধ ছিল। যার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছিলেন বাস-ট্রাক চালকরা।