স্বস্তির বৃষ্টি দিয়ে বর্ষা শুরু

গত কয়েক দিন জ্যৈষ্ঠের কাঠফাটা গরমের পর স্বস্তি নিয়ে এলো বাংলার অন্যতম ঋতু বর্ষা। আষাঢ়ের প্রথম দিন সকালে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলল। শনিবার ভোররাত থেকেই ঢাকার আবহাওয়া থমথমে। আকাশে উঁকি দেয় ঘন মেঘ। সকাল সাতটা নাগাদ শুরু হয় দমকা বাতাস। সেই সঙ্গে বৃষ্টি। স্থায়ী হয় পৌনে এক ঘণ্টার মতো।

এদিকে আজ ছুটির দিন হলেও বেসরকারি অনেক অফিস খোলা। তাই অফিসগামী মানুষ ও পথচারীদের ভিজতে ভিজতে গন্তব্যস্থলে যেতে দেখা যায়। তবে গরমের পর এই বৃষ্টিতে খুশি ছিলেন সবাই। তবে ঘণ্টা খানেকের মধ্যে বৃষ্টি থামলেও রোদের দেখা মেলেনি। থেমে থেমে বজ্রপাতের গর্জন শোনা যায়।

সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গথণমাধ্যমকে বলেছেন, আজ সারা দিন ধরেই থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী কয়েকদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরব সাগরের ঘূর্ণিঝড় বায়ুর প্রভাব উঠে গেলেই বর্ষা সারা দেশে ছড়িয়ে পড়বে। এর আগে এই বৃষ্টি মূলত পরিবেশকে অপেক্ষাকৃত শীতল করে তুলবে।

লেটেস্টবিডিনিউজ/কেএস

Scroll to Top