রাশিয়ার ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড়

রাশিয়ার আপলোড করা পোস্ট গত দুই বছরে যুক্তরাষ্ট্রের ১২ কোটি ৬০ লাখ ফেসবুক ব্যবহারকারী দেখেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক জানিয়েছে এমন তথ্য।

ফেসবুক বলছে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ও পরে রাশিয়া ইস্যুতে প্রায় ৮০ হাজার পোস্ট দেওয়া হয়েছে। বেশির ভাগ পোস্টে বিতর্ক সৃষ্টিকারী সামাজিক ও রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে।

সিনেটে এক শুনানির প্রাক্কালে এই তথ্য প্রকাশ করেছে ফেসবুক। ফেসবুক, টুইটার ও গুগলের মতো জনপ্রিয় সাইটগুলোতে রাশিয়ার প্রভাব নিয়ে ওই শুনানিতে আলোচনা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ অবশ্য আবারও অস্বীকার করেছে রাশিয়া। ওই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে ক্ষমতায় আসেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

ফেসবুকের সাম্প্রতিক এই তথ্য সংবাদমাধ্যম রয়টার্স ও ওয়াশিংটন পোস্টের নজরে এসেছে। ২০১৫ সালের জুন মাস থেকে ২০১৭ সালের আগস্ট মাস পর্যন্ত রাশিয়ায় এ ধরনের ৮০ হাজার পোস্ট প্রকাশ করা হয়েছে।

ফেসবুক বলছে, ক্রেমলিনের সঙ্গে সংশ্লিষ্ট রাশিয়ার একটি প্রতিষ্ঠান এসব পোস্ট দিয়েছে।

ফেসবুকের জেনারেল কাউন্সেল কলিন স্ট্রেচ রয়টার্সকে বলেন, এ ধরনের আচরণ ফেসবুকের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এর বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেন তিনি।

ওয়াশিংটন পোস্ট বলছে, ইউটিউব ও ১৮টি চ্যানেলে এক হাজারেরও বেশি ব্যঙ্গাত্মক ভিডিও আপলোড করেছে রাশিয়া। গতকাল সোমবার গুগল বিষয়টি প্রকাশ করেছে।

টুইটার রাশিয়াভিত্তিক ইন্টারনেট রিসার্চ এজেন্সি সংশ্লিষ্ট দুই হাজার ৭৫২ অ্যাকাউন্ট বাতিল করেছে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ