ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ দিয়ে দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পেয়েছেন বাংলাদেশের তরুণ মাঈনুল আহসান নোবেল। ঢাকার এই তরুণ তুর্কি একের পর এক পারফর্মেন্সের মাধ্যমে পরিণত হয়েছেন এই সময়ের সবচেয়ে আলোচিত ও চর্চিত কণ্ঠে। যার গানের প্রশংসা বিচারক থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে।
তুমুল জনপ্রিয় এই নোবেলের প্রথম মৌলিক গান প্রকাশ হয়েছে। আর নোবেলের এই আত্মপ্রকাশ হয়েছে প্লেব্যাক দিয়ে। চমকের শেষ এখানেই নয়। তার এই প্রথম গান রয়েছে ভারতের বিখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমায়।
এই সিনেমার নাম ‘ভিঞ্চিদা’। কিছু দিন আগেই সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়। সেখানে নোবেলের কণ্ঠে ‘তোমার মনের ভেতর’ শিরোনামের গানটির একটি অংশ শোনা যায়। যেটি শুনে নোবেলের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পুরো গানটি শোনার।
অবশেষে সব অপেক্ষার অবসান হয়েছে। ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে নোবেলের গাওয়া সেই গান। ৩১ মার্চ, রোববার দুপুরে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় ‘তোমার মনের ভেতর’ গানটি।
প্রকাশের পরপরই গানটি লুফে নিচ্ছেন শ্রোতারা। ইউটিউব ও ফেসবুকে মুহূর্তের মধ্যে বাড়ছে গানটির দর্শক-শ্রোতার সংখ্যা। প্রশংসাসূচক মন্তব্যও আসছে হাজার হাজার।
‘তোমার মনের ভেতর’ গানটি লিখেছেন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। সুর-সঙ্গীতায়োজনও করেছেন তিনি। গানের মিক্সিং ও মাস্টারিং করেছেন সোমি চ্যাটার্জি।
‘ভিঞ্চিদা’ সিনেমার ট্যাগ লাইন হচ্ছে- ‘দ্য আর্ট অব রিভেঞ্জ, দ্য রিভেঞ্জ অব আর্ট’। এতেই বোঝা যায়, সিনেমাটির গল্প প্রতিশোধ নিয়ে। সিনেমাটিতে অভিনয় করেছেন কলকাতার খ্যাতিমান অভিনেতা রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, অনির্বান ভট্টাচার্য, সোহিনী সরকার এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন। আগামী ১২ এপ্রিল ‘ভিঞ্চিদা’ সিনেমাটি মুক্তি পাবে।
নোবেলের কণ্ঠে ‘তোমার মনের ভেতর’: