উটের পিঠ থেকে পড়ে হাসপাতাল ভর্তি অনন্ত জলিল

ইরানে সিনেমার শুটিং করতে গিয়ে মারাত্মক আহত হয়েছেন, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক অনন্ত জলিল। \’দিন দ্য ডে\’ নামের এই ছবির শুটিং চলছে ইরানে। দেশটির হেরা নামক স্থানে এক দুর্গম পাহাড় ও মরুভূমি এলাকায় অনন্ত উটের পিঠ থেকে পড়ে যান। এ সময় তিনি গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন, ছবিটির ইরান অংশের মূল পরামর্শক ও উপদেষ্টা ড. মুমিত আল রশিদ।  

তিনি জানান, \’আহত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ইরানের তৃতীয় বৃহত্তম নগরী এসফাহনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে, পরীক্ষার নিরীক্ষার পর জানা যায়, অনন্ত জলিলের বুকের পাঁজরে আঘাত লেগেছে।\’

বর্তমানে অনন্ত জলিল থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে আছেন। সেখানকার চিকিৎসক তাকে দুই সপ্তাহের সম্পূর্ণ বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন, বলেও জানান ড. মুমিত আল রশিদ। এ ঘটনার পর \’দিন দ্য ডে\’ ছবির শুটিং সাময়িক বন্ধ  রাখা হয়েছে।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় এই ছবিতে অভিনয় করছেন অনন্ত জলিল। ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজক তিনি। বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিচ্ছবি তুলে আনা হবে এই ছবিতে। শ্যূটিংয়ের আগে এই সিনেমা সম্পকে অনন্ত জলিল জানান, \’আমরা মনে করি ইসলাম নিয়ে এমন একটি ছবি নির্মাণ খুবই জরুরি।\’

Scroll to Top