কাঁদালেন শ্রাবন্তী

সকাল ১১টায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘যদি একদিন’ ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। হলভর্তি দর্শক নিয়ে ছবি চলছে, কিন্তু নায়িকা শ্রাবন্তী তখনও এসে পৌঁছেনি। নায়ক তাহসান, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ’সহ ছবির কলাকুশলীরা সবাই তার অপেক্ষায়।

এরপর তড়িঘড়ি করেই নায়িকার আগমন। এসেই সোজা প্রেক্ষাগৃহে আসন গ্রহণ করলেন, হলভর্তি দর্শকদের সঙ্গে দেখলেন ছবিটি। আবেগঘন দৃশ্যে যখন দর্শক কাবু, নায়িকাও তখন মুখ লুকিয়ে আড়াল করেন চোখের জল। একটা সময় দর্শকদের করতালিতে, নিজেও দাঁড়িয়ে যান আসন ছেড়ে। তখনও আড়াল হয়নি শ্রাবন্তীর চোখের জল। এমনটাই দেখা গেছে, ‘যদি একদিন’ ছবির বিশেষ প্রদর্শনীতে।

নারী দিবসে মুক্তি পাওয়া ‘যদি একদিন’ ছবির বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথিদের সাথে বসে ছবিটি উপভোগ করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। এ সময় সবার উদ্দেশ্যে এই অভিনেত্রী বলেন, ‘এমন একটি সিনেমা উপহার দেওয়ার জন্য নির্মাতা মোহাম্মদ মুস্তাফা কামাল রাজকে ধন্যবাদ জানাই। ছবিটি দেখলে, আবেগ ধরে রাখা কষ্টকর হয়ে উঠে। নিজের অজান্তেই চোখ ভিজে যায়।’

শ্রাবন্তী আরও বলেন, ‘সিনেমাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দর্শক যখন হাততালি দেওয়া শুরু করেছে, তখনই বুঝেছি এটা সুপার ডুপার হিট হবে। দর্শক সিনেমাটি দেখে এর প্রশংসা করছেন, তাদের ভালো লাগার কথা জানাচ্ছেন, এটাই আমার অনেক বড় পাওয়া। এ ছবিতে অভিনয় করে আমি সত্যিই গর্বিত। আমাকে এমন ভালোবাসা দেওয়ার জন্য, ঢাকার দর্শকের কৃতজ্ঞতা জানাই।’

‘যদি একদিন’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহসান, শ্রাবন্তী, তাসকিন রহমান, রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুজাত শিমুল, আনন্দ খালেদ, রানী আহাদ প্রমুখ। এর চিত্রনাট্য করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

উল্লেখ্য, নারী দিবসে দেশের ২২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ ছবিটি। মুক্তির সপ্তাহখানেক আগ থেকেই, ছবির প্রচারণায় মাঠে ছিলেন নির্মাতা মোস্তফা কামাল রাজ, অভিনেতা তাহসান, তাসকিন, রাইসাসহ প্রায় সবাই। তবে ভিসা জটিলতায় ছবির প্রচারণায় অংশ নিতে পারেননি ছবির নায়িকা কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। তবে শুক্রবার বেলা ১২টার দিকে ঢাকায় পৌঁছেই ছবির প্রচারণা চালান শ্রাবন্তী।

Scroll to Top