ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি হিসেবে ধরা হয় ‘বেদের মেয়ে জোসনা’-কে। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া এ ছবি ৩০ বছর পর রিমেক করছে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফরম ‘বঙ্গ’। এই তালিকায় রয়েছে সিনেপ্রেমীদের হৃদয় জয় করা আরও চারটি ছবির নাম।
এ বিষয়ে কথা বঙ্গ’র পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু জানান, বর্তমান সময়ের চাহিদাকে মাথায় রেখে ‘বেদের মেয়ে জোসনা’ রিমেক হতে যাচ্ছে। বর্তমানে চিত্রনাট্যে কিছুটা এদিক সেদিক করা হচ্ছে। নির্মাণের ক্ষেত্রে বর্তমান সময়ের সকল আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। মূল চরিত্র নির্বাচনেও থাকবে বড় চমক। শুধু ‘বেদের মেয়ে জোসনা’ নয়, সঙ্গে আরো ৪ ছবি রিমেক করতে যাচ্ছে বঙ্গ।
আর চারটি ছবি হলো ‘মনের মাঝে তুমি’ , ‘মোল্লা বাড়ির বউ’, ‘গাড়িয়াল ভাই’ এবং ‘নসিমন’। ইতিমধ্যেই সবগুলো ছবির মূল প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আইনগত বিষয়ে উভয় পক্ষের মধ্যে চুক্তির কাজও সম্পন্ন হয়েছে।
গত ১৪ই ফেব্রুয়ারি ছবিগুলো ডিজিটাল এবং পুনঃনির্মাণের স্বত্ব পুরোপুরি কিনে নিয়েছে বঙ্গ।