একাদশ জাতীয় সংসদ অধিবেশনে ৩ মার্চ বক্তব্য দেন সংরক্ষিত ৪ আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। ১৪ মিনিটের সেই বক্তব্যে তিনি তুলে ধরেন চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ ও বেতারের বর্তমান অবস্থা।
৬৪ জেলায় হলগুলোর সংস্কারের পাশাপাশি সিনেপ্লেক্স নির্মাণের অনুরোধ করেন তিনি। সেই সঙ্গে দেশীয় চলচ্চিত্র প্রদর্শনে কর মওকুফ এবং বিদেশি চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে কর বাড়ানোর সুপারিশ করেন।
টেলিভিশন ও বেতার নিয়ে তিনি বলেন, ‘দিন দিন চ্যানেলগুলো দর্শক হারাচ্ছে। লাগামহীন বিজ্ঞাপন এর জন্য দায়ী। তা ছাড়া বিদেশি ভাষার সিরিয়াল ডাবিং করে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে দেখানো যেতে পারে, এর বেশি নয়।’
সুবর্ণা তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শিল্পীরা এ দেশে স্বীকৃত নন। আমরা সামান্য ব্যাংক লোন পর্যন্ত পাই না। মাননীয় প্রধানমন্ত্রী যদি বিষয়টি দেখতেন তাহলে শিল্পীরা কৃতজ্ঞ থাকবেন।’
নির্মলেন্দু গুণের রচিত ‘স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো’ কবিতাটি আবৃত্তির মাধ্যমে নিজের বক্তব্য শেষ করেন সুবর্ণা।
প্রসঙ্গত, ২০ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন সুবর্ণা মুস্তাফা। চলতি বছর অভিনয়শিল্পে বিশেষ অবদান রাখায় তাকে একুশে পদকেও ভূষিত করে বর্তমান সরকার।
এদিকে সুবর্ণার এই বক্তব্যের পর থেকে চলচ্চিত্র ও টেলিভিশনের কলাকুশলীরা তার ভূয়সী প্রশংসা করেছেন।
চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমাদের চাওয়াগুলো এত দিনে কেউ অন্তত সংসদে পেশ করেছেন। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা সুবর্ণা মুস্তাফার কাছে কৃতজ্ঞ।’