রাজকুমারী সাফা কবির

ত্রিভুজ প্রেমের গল্পে আগেও দেখা গেছে সাফা কবিরকে। এবার দেখা যাবে আরও একটি নতুন গল্পে।

যার নাম ভূমিকায় অভিনয় করেছেন সাফা কবির। তার অভিনীত \’রাজকুমারী\’ নামের নাটকটির রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ।

সম্প্রতি থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং করা হয়েছে। এতে সাফা কবিরের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, নাজিরা মৌ, শওকত প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে, রাজকুমারীর একান্ত কাছের মানুষটি দুর্ঘটনায় পৃথিবী থেকে বিদায় নেয়। এতে রাজকুমারী মানসিকভাবে ভেঙে পড়ে। তার এই ভেঙে পড়া কিছুতেই মেনে নিতে পারেননি ভাই শওকত। বোনের কষ্ট লাঘব করতে দেশের বাইরে নিয়ে যান। দেশের বাইরে যাওয়ার পর রাজকুমারী এক কঠিন সত্যের মুখোমুখি হয়। যার পরিপ্রেক্ষিতে জন্ম নিতে থাকে নতুন ঘটনা।

এমনই গল্প নিয়ে নির্মিত নাটকটি প্রসঙ্গে সাফা কবির বলেন, \’ভালোবাসার গল্পেও নানাভাবে বাঁক বদল হয়। এই নাটক দেখার পর দর্শক সে কথা স্বীকার করবেন বলেই আমার ধারণা। অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে। প্রত্যেকেই তাদের সেরা কাজটি তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করছি, গল্প ও নির্মাণের পাশাপাশি নাটকের চরিত্রগুলো দর্শকের মনে ছাপ ফেলবে।\’

শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে \’রাজকুমারী\’ নাটকটি প্রচার হবে বলেও নির্মাতা জানান।

Scroll to Top